এই সকল দুয়ার মধ্যে সবচেয়ে জরুরি দুয়া হচ্ছে সন্তানের পাকাপোক্ত ঈমানের জন্য দুয়া করা, তার তাকওয়ার জন্য দুয়া করা,সে যেন উত্তম আখলাকের হয়,সে যেন একজন ইসলামের খাদেম হয়, সে যেন দুর্বলের সহায় হয়, সে যেন ঠাণ্ডা মেজাজের ও সবর ওয়ালা হয়,সে যেন ভ্রষ্টতার পথে না যায়, শয়তান যেন প্রশ্রয় না পায় তার কাছে,তার মৃত্যু যেন ঈমানের সাথে হয়, সে যেন জান্নাতবাসী হয় !!
দুয়ার পাশাপাশি মা খুব বেশি ইবাদাহ করবে,নামাজ পরবে,কুরআন তিলাওয়াহ করবে,সৎ কাজ গুলো বেশি করবে,গুনাহের কাজ থেকে নিজেকে দূরে রাখবে এই নিয়তে আল্লাহ্‌ যেন এই সন্তানকেও এই সব সিফতের অধিকারী করেন !
এই দুয়া ও আমল গুলো সন্তানের অধিকার কিন্তু, গাফলতি করে আপনারা তাকে বঞ্চিত করতে পারেন না কিন্তু !
#সন্তানের_চতুর্থ_হক
#মায়ের_যত্ন_ও_খাওয়াদাওয়া
সন্তান গর্ভে আসার পর মা কে কিভাবে থাকতে হবে তা আলহামদুলিল্লাহ্‌ বর্তমান শিক্ষিত সমাজের জানা আছে, পুষ্টিকর খাদ্য,বিশ্রাম,পর্যাপ্ত পরিশ্রম, সুন্দর হাসিখুশি পরিবেশ ইত্যাদি মায়ের জন্য ব্যবস্থা করা, এবং আলহামদুলিল্লাহ্‌ এই বিষয়ে সবাই খুব খেয়ালী, তবে কিছু কিছু পরিবারে এর ব্যতিক্রম দেখা যায়, মায়ের সাথে দুর্ব্যবহার করা হয়, পর্যাপ্ত খাবার দেওয়া হয়না বা সংসারের কাজ বেশি করানো হয় ইত্যাদি, মনে রাখবেন এতে যেমন মায়ের কষ্ট তেমনি সন্তানকে তার হক থেকে বঞ্চিত করা হচ্ছে, সন্তান যার গর্ভে থাকবে তার মানসিক ও শারীরিক প্রশান্তি সন্তানের হক, এই হক আদায়ে পরিবারের সবাইকে সচেতন থাকতে হবে,বাবা বা সংসারের কর্তার এই বিষয় মাথায় রাখতে হবে তার হারাম ইনকাম যেন সন্তানের মায়ের পেটে না যায়,
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সুরাহ বাক্বারার ১৭২ নং আয়াতে বলেছেনঃ
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُلُوا۟ مِن طَيِّبَٰتِ مَا رَزَقْنَٰكُمْ وَٱشْكُرُوا۟ لِلَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ
হে বিশ্বাসিগণ! আমি তোমাদেরকে যে রুযী দিয়েছি, তা থেকে পবিত্র বস্তু আহার কর এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ কর,যদি তোমরা শুধু তাঁরই উপাসনা করে থাক।
এই হক গুলো সন্তান জন্ম হওয়ার আগের,আগামী পর্ব গুলো তে ইন শা আল্লাহ সন্তানে জন্ম হওয়ার পরের হক গুলো নিয়ে আলোচনা করবো …
… চলবে …

Leave a Comment