জন্ম দেওয়ার পর সন্তানের হক হচ্ছে তাকে সময় দেওয়া, আদর স্নেহ মমতা দেওয়া, তাকে সাধ্যমত সুখাদ্য খাওয়ানো,তাকে সাধ্যমত সুন্দর পরিবেশ দেওয়া, তাকে উত্তম আদব আখলাক শিক্ষা দেওয়া, তার সামনে প্রতিটা মানুষ কে উত্তম আচরন করা।
#প্রথমত তাকে সময় দেওয়া,এই সময়টা তাকে সারাক্ষনই দিবেন, আপনি মা,সে আপনার সন্তান, আপনাদের এই মমতাময় সম্পর্কে আর কাউকে দখল করতে দিয়েন না,বাচ্চার ন্যাপি আপনি নিজেই চেঞ্জ করুন,তাকে নিজ হাতে গোসল করান,নিজ হাতে খাওয়ান, নিজ কোলে ঘুম পাড়ান, এইসব কাজে দাদি নানি খালা ফুফু উনাদের সাহায্য নেওয়া যেতে পারে তবে কাজের মানুষের উপর নির্ভরশীল হয়ে পরবেন না।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় এমন প্রচলন ছিল,সন্তান কে দূরে গ্রামে পাঠিয়ে দিতেন, সেখানে তাদের পরিচর্যা হতো, শুদ্ধ ভাষা শেখানো হত,রোগ বালাই মুক্ত বিশুদ্ধ পরিবেশ দেওয়া হতো।
গ্রামে দেওয়া হতো কারন শহরে অনেক অঞ্চলের অনেক দেশের অনেক রকম মানুষ আসতেন,তাদের ভাষা আরবি ভাষার সাথে মিক্স হয়ে যেত, তারা রোগ বালাই নিয়ে আসতেন,ইত্যাদি।
মূল কথা উত্তম পরিবেশ, উত্তম কালচার আদব কায়দা শেখানোর জন্যই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে হালিমা সাদিয়ার কাছে দেওয়া হয়েছিল,এবং সে সময় আরব রা এমনটাই করতো,যদিও সেই চল টা এখন নেই,তাও আমাদের এইখান থেকে এই শিক্ষা নেওয়া উচিৎ যে আমরা জন্মের পর থেকেই সন্তান কে পরিষ্কার, মার্জিত,বিশুদ্ধ পরিবেশে রাখার চেষ্টা করবো। যাতে সে সুন্দর ভাষা ও আদব কায়দা শিখে।

Leave a Comment