পর্ব-৪ “সন্তানের হক” (প্যারেন্টিং সিরিজ)
*************
(৪)- সন্তানের সামনে ঘরের অন্য সদস্যদের আচরণ
—-v—-
বলাই বাহুল্য যে এই আচরণ হতে হবে অনেক উত্তম। বাচ্চার সামনে কখনো ঝগড়া, উঁচু আওয়াজে কথা বলা, কারো নামে খারাপ বলা ইত্যাদি থেকে বিরত থাকবেন। একটা সন্তানের শিক্ষার জীবন শুরু হয় ৭/৮ মাস বয়স থেকেই, এই সময় থেকেই সে বুঝতে শিখে, আর যা দেখে বা শুনে তাই শিখে। এই সময় থেকে শুরু করে ৮/১০ বছর পর্যন্ত বাচ্চারা মা বাবা বা পরিবারের অন্যান্য সদস্যদের আচরণ থেকে যা শিখে বলতে গেলে সেটাই তার আদবের ভিটামাটি হয়ে যায়। সারাজীবন সে ওই তরবিয়ত টাই ধরে রাখে। এবং তার হক হচ্ছে সে আপনাদের থেকে উত্তম আচরণ পাবে, এবং তার সামনেও আপনারা অন্যদের সাথে উত্তম আচরণ করবেন।
অনেক মা বাবা কেই দেখা যায় এক দেড় বছর বা তার থেকে সামান্য বড় সন্তানের সামনে ঝগড়া করছেন, আবার অনেক মা বাবা একে অপরের খুব কাছাকাছি আসেন আর ভাবেন এতোটুক ছোট বাচ্চা কিছু বুঝবেনা!! আসলে দুটোই ভুল এবং দুটোই বাচ্চার সামনে করা নিষিদ্ধ কাজ এবং তার হক নষ্ট করা!!
সন্তানের এই বয়সটায় সব চেয়ে জরুরি একটি হক আছে যা সে সারা জীবন বহন করে, আর তা হচ্ছে তাকে উত্তম আদব আখলাক শিক্ষা দেওয়া। আর এই শিক্ষা কে দুই ভাগে ভাগ করা হয়।
(ক) ভাল কাজের প্রতি উৎসাহিত করা ও
(খ) খারাপ কাজের প্রতি নিরুৎসাহিত করা

Leave a Comment