মতভেদ মানুষের অন্তর্নিহিত প্রকৃতি যা দিয়ে মহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। কোন বিষয় পছন্দ-অপছন্দ নিয়ে দ্বিমত হওয়া স্বাভাবিক। রং, স্বদ, গন্ধ প্রভৃতি নিয়ে এক এক মানুষের এক এক পছন্দ।  এক ডাক্তারের ব্যবস্থাপত্র ও চিকিৎসা অন্য ডাক্তারের সাথে মিল খায় না। সুতরাং শরীয়তের বিষয়াবলীতেও অনুরূপ দ্বিমত থাকা অস্বাভাবিক নয়। তাই কোন মতভেদ শুনে আশ্চর্য হওয়ার এবং আক্ষেপ করার কিছু নেই।  মহান আল্লাহ্ র বাণীঃ

”  তোমার প্রতিপালক ইছ্ছা করলে সমস্ত মনুষকে এক জাতি করতে পারতেন, কিন্তু তারা মতভেদ করতেই থকবে।  তবে ওরা নয় যাদের প্রতি তোমার প্রতিপালক দয়া করেন।  আর তিনি তাদেরকে এই জন্যই সৃষ্টি করেছন।  ”.

মুসলিম ঐক্যে করণীয়

 

 

Leave a Comment